কলম্বো, ২৫ জুলাই। ভারত – চিন সীমান্তে উত্তাপের মধ্যেই চিনকে সেদেশের বন্দর ব্যবহারের অনুমতি দিল শ্রীলঙ্কা। মঙ্গলবার শ্রীলঙ্কার মন্ত্রিসভা এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। শ্রীলঙ্কার দক্ষিণে হামবানতোতায় বন্দরটি নির্মাণ করেছে চিন। সেদেশের বন্দর ও জলপথ পরিবহণ মন্ত্রীর দাবি, বন্দর পরিচালনায় চিনা হস্তক্ষেপে বহুলাংশে লাগাম টেনেছে তারা।
শ্রীলঙ্কা পোর্টস অথরিটি ও চায়না মারচেন্টস হোল্ডিং কোম্পানির ‌যোথ উদ্যোগে গড়ে উঠেছে ওই বন্দর। এই দু’‍পক্ষের মধ্যে এই সংক্রান্ত পরবর্তী চুক্তি শনিবার স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।  তার আগে শ্রীলঙ্কার সংসদে পাশ করাতে হবে প্রস্তাবটি।
তবে শ্রীলঙ্কার বন্দরে চিনের অংশীদারিত্বে আগেই আপত্তি জানিয়েছে ভারত। ভারত মহাসাগরের একটি মূল জাহাজপথের খুব কাছে এই বন্দর। তাছাড়া এই বন্দর চিন সামরিক কাজে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা ভারত, জাপান এমনকী মার্কিন ‌যুক্তরাষ্ট্রেরও।
শ্রীলঙ্কার সঙ্গে চিনের বন্দরচুক্তিতে অখুশি ছিল ভারত। ২০১৪ সালে কলম্বো বন্দরে চিনা সাবমেরিন নোঙর করেছিল বলে জানিয়েছিল নয়া দিল্লি। ভারতের আশঙ্কা, এসব আসলে ভারত মহাসাগরে চিনের দখলদারি বাড়ানোর ছুতো।