Thursday 27 July 2017

'বন্যা পরিস্থিতি নিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে সরকার, ডিভিসি কত জল ছাড়বে আগেই জানিয়েছে', পর্দা ফাঁস দিলীপের

'বন্যা বছরের একটা উৎসবের মতোই। কেন্দ্রের টাকা নিয়ে মোচ্ছব করে শাসকদল।'




২৭ জুলাই। রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষকে ভুল বোঝাচ্ছেন। নিজের দোষ ঢাকার চেষ্টা করছেন। এবার পর্দা ফাঁস করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষের দাবি, ডিভিসি আগেই জানিয়েছে জল ছাড়ার কথা, রাজ্য ব্যবস্থা নেয়নি। বিষয়টি ঠিক কী দেখুন?
রাজ্যের এই পরিস্থিতি নিয়ে ডিভিসিকেই দায়ী করছেন মমতা। কিন্তু এতে ডিভিসির ঘাড়েই পুরো দোষ দিলে চলবে না বলেই জানালেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, ‘তৃণমূল সরকার থেকে অভিযোগ করা হচ্ছিল যে ঝাড়খণ্ড আমাদের না জানিয়ে জল ছেড়েছে। আসলে ডিভিসিতে একটি বোর্ড আছে। তাদের তরফে কবে কোথায় কত পরিমাণ জল ছাড়া হবে তার একটা লিস্ট আগে থেকেই দেওয়া হয়। এটা ওদের ওয়েবসাইটেই রয়েছে। সেই বোর্ডে কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও একজন করে প্রতিনিধি থাকেন। তাহলে তিনি সেই বোর্ডে থেকে কী করেন ?’
 দিলীপ ঘোষের কটাক্ষ,  ‘বন্যা বছরের একটা উৎসবের মতোই হয়। বন্যা হওয়ায় হাজার-দু’হাজার কোটি টাকার একটা অর্ডার যায় কেন্দ্রের কাছে। সেই টাকা আসে রাজ্যে। আর তা নিয়ে তৃণমূল মোচ্ছব করে। যে সব মানুষ সত্যি ক্ষতিগ্রস্ত তাঁদের কাছে টাকা পৌঁছয় না। নয়তো দলের লোককে দেখেই টাকা দেওয়া হয়। এবারও ব্যতিক্রম হবে না।’
অন্যকে দোষারোপ করে রাজ্য সরকার অযোগ্যতাকে চাপা দেওয়ার চেষ্টা করছে বলেই কটাক্ষ করেন দিলীপ ঘোষ।’

Source- india.com

No comments:

Post a Comment

loading...
loading...