Wednesday 26 July 2017

মোবাইলে ইন্টারনেট ব্যবহার করলে এই খবরটা অবশ্যই পড়ুন



বর্তমানে ফেসবুকে এবং whatsapp এ চীনের Uc Browser এর বদলে Indian Browser ব্যবহার করার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। ফ্রিতে দেশভক্তি দেখানোর এই সুযোগ কেউ হাতছাড়া করছে না এবং ভারতের পতাকা লাগানো এই নতুন ব্রাউসার ডাউনলোড করে নিচ্ছে। গত এক সপ্তায় কয়েক লক্ষবার এটা ডাউনলোড করা হয়েগেছে।
কিন্তু এটা কি সত্যিই Made In India?

ভারত চীন বিবাদের সুজোগে অন্য কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে না তো?
আসলে এই ব্রাউসারের সাথে ভারতের কোন সম্পর্কই নেই। এটা আবু ধাবির জনৈক শাহিদ আদেওয়ালা নামক একজন বানিয়েছেন।  এবং শুধু india নাম এবং ভারতের পতাকা ব্যবহার করে এখন কোটি কোটি টাকা কামাচ্ছে। আর আমরা দেশভক্তি দেখাতে গিয়ে সরাসরি টেররিস্টদের হাতে টাকা তুলে দিচ্ছি। 


প্রথমদিকে নিজের ঠিকানা দেওয়া ছিলো, কিন্তু খবিরটা জানাজানি হতেই Play store থেকে ঠিকানা সরিয়ে দিয়েছে।
তাই আপনিও যদি এটা ডাউনলোড করে থাকেন তাহলে এক্ষুনি আনইন্সটল করে দিন।
আরও বিস্তারিত জানতে নীচের লিঙ্কে ক্লিক করতে পারেন

http://emergingcoders.com/blog/2/fraud-browser-making-indians-fool-in-the-name-of-indian-browser-truth-revealed

3 comments:

  1. Please let the Indians know how they come to know about the founder or the name who prepare the browsers, means by whom the browsers manufactured and maintained.

    ReplyDelete
  2. thanks for this post... i knew these. for i was saying to all about thease to all. but you did a post.thank you.. ...

    ReplyDelete

loading...
loading...