Monday 7 August 2017

রাতের আঁধারে জম্মু ও কাশ্মীরে ৫ জিহাদি মারলো ভারতীয় সেনা






কলকাতা ও জম্মুঃ- সোমবার সন্ধ্যায় জম্মু কাশ্মীরের মাচিল এলাকায় অভিযান চালিয়ে একটা বড় ধরণের জিহাদি অনুপ্রবেশের চেষ্টাকে সম্পূর্ণ ব্যর্থ করে দিল ভারতীয় সেনা নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইতে  
জিহাদি জঙ্গির মৃত্যু হয়েছে বলে শ্রীনগরে জানিয়েছেন প্রতিরক্ষা মুখপাত্র

  অনুপ্রবেশের চেষ্টা চালানো সন্ত্রাসবাদীদের কাছ থেকে পাঁচ রকমের হাতিয়ার উদ্ধার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া বলেন, অঞ্চলে যতক্ষণ পর্যন্ত না এলাকার নিয়ন্ত্রণ পুরোপুরি ভাবে সেনার হাতে আসছে এবং যতক্ষণ না সেনা বাহিনী নিশ্চিত হচ্ছেন অনুপ্রবেশ কারিদের পিছু হটে যাওয়া নিয়ে, ততক্ষণ পর্যন্ত অপারেশন চলবে

  শেষ কিছু দিনের মধ্যে এটাই সবথেকে বড় ধরণের অনুপ্রবেশের চেষ্টা বলে মনে করা হচ্ছে। ভারতীয় সেনা-বাহিনীর তরফ থেকে জানানো হয়েছে, ২০১৭ সালে এখন পর্যন্ত মোট ৪০ জন জিহাদিকে অনুপ্রবেশ করার সময়ই হত্যা করা হয়েছে। শেষ কয়েকটা বছরের হিসাব দেখলে যে কোন বছরের প্রথম কয়েকটা মাসের তুলনায় এই বছরের সংখ্যাটা অনেকটাই বেশি।

  এদিকে, ঘটনা থেকে মুখ ফেরাতে এবং বিনা বাধায়ে অনুপ্রবেশ ঘটানোর উদ্দেশ্যে পাকিস্তানি সৈন্যরা উরি সেক্টরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে ভারতীয় পোস্টের দিকে তাক করে গুলি চালায়, পালটা এর জবাবও দেওয়া হয়েছে বলে জানাগেছে ভারতের সেনাবাহিনীর তরফ থেকে

No comments:

Post a Comment

loading...
loading...