Thursday 3 August 2017

ভারতে বিদেশি বিনিয়োগের বন্যা, কমছে রাজকোষের ঘাটতি, বাড়ছে টাকার দাম





কলকাতাঃ- ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর হল বিরোধী দলের সমর্থকদের ভারতের সরকার তথা প্রধানমন্ত্রীর বিরোধিতা করার জন্য একটা হট টপিক কিন্তু এই বিদেশ সফরই আন্তর্জাতিক স্তরে ভারতীয় মুদ্রার দাম বৃদ্ধির অন্যতম কারণ শুনে ভাবছেন তো কয়েকশো কোটি খরচ করে বিদেশ সফর করার ফলে কি ভাবে দেশের রাজকোষের ঘাটতি কমতে পারে ! কিছু ভুল হচ্ছে না তো ? না একেবারেই আপনার ভুল হচ্ছে না

  ২০১৪ সালে নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই একাধিক দেশে কূটনৈতিক সফরে গিয়েছেন সফরের সময় সেই দেশের একাধিক বড় ব্যবসায়ী তথা বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন ভারতবর্ষে বিনিয়োগ টানার জন্য মেক ইন ইন্ডিয়া- মতো প্রজেক্টেরও ব্যাখ্যা করেছেন একাধিক বার আর এর ফলেই বিদেশি বিনিয়োগের বন্যা বয়ে যাচ্ছে ভারতবর্ষে স্বভাবতই দেশে মতে শুরু করেছে রাজকোষের ঘাটতি যার ফলে বছরে শীর্ষে পৌঁছেছে টাকার দাম  মঙ্গলবার বাজার বন্ধ হওয়ার সময় মার্কিন ডলারের(USD) তুলনায় ভারতীয় মুদ্রার (INR) দর ছিল ৬৪.০৭ টাকা বুধবার বাজার খুলতে তা আরও মজবুত হয়ে হয় ৬৩.৭৬ টাকা বৃহস্পতিবার বাজার বন্ধের সময় মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার দাম দাঁড়ায়ে ৬৩.৭১ টাকা বিশেষজ্ঞরা বলেছেন আগামি দিনে টাকার দাম আরও বাড়তে চলেছে




  ডিএনএ-তে প্রকাশিত খবর অনুযায়ী, বিশেষজ্ঞরা বলেছেন, দুর্দান্ত আর্থিক বৃদ্ধি দেশের অর্থনীতির অভ্যন্তরীণ কাঠামো শক্ত হওয়ায় ক্রমশ মজবুত হচ্ছে টাকা বর্তমানে বিশ্বে সমস্ত মুদ্রার মধ্যে সব থেকে দ্রুত হারে বাড়ছে টাকার দর প্রতি বছর প্রায় শতাংশ হারে বাড়ছে ভারতীয় মুদ্রা

  উল্লেখ্য ২০১৪-১৫ অর্থবর্ষ থেকে ২০১৬-১৭ অর্থবর্ষ পর্যন্ত নরেন্দ্র মোদির বিদেশ সফরের মোট খরচের পরিমাণ ছিল প্রায়ে .৭২ কোটি মার্কিন ডলার এবং ফাইনান্সিয়াল এক্সপ্রেসের হিসাব অনুযায়ী এই তিন বছরে ভারতে আগত মোট বিদেশী বিনিয়োগের পরিমাণ ১১,৪৪১ কোটি মার্কিন ডলার অর্থাৎ তিন বছরের বিদেশ সফরের মোট খরচের প্রায়ে ,৩০০ গুন বেশি বিদেশী বিনিয়োগ ভারতে নিয়ে এসেছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী আশা করছি এবার বুঝতে পারছেন ঠিক কি ভাবে দেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর ভারতীয় মুদ্রার দর বাড়াতে সাহাজ্য করেছে

No comments:

Post a Comment

loading...
loading...