Thursday 17 August 2017

ভারতীয় সেনাদের জন্য কি লিখেছেন, সুকান্ত ?

 
 
নিজস্ব প্রতিবেদনঃ- ইদানিং কালে ভারতীয় সেনাদের নিয়ে রাজনীতির অন্ত নেই। সামান্য রাজনৈতিক ফায়েদা তুলতে, ভোট ব্যাঙ্কের রাজনীতি করতে সেনার ত্যাগের প্রতি ন্যুনতম সংবেদনশীলতা না থাকা রাজনৈতিক ব্যাক্তিত্বরা সেনাদের প্রতি কটূক্তি করেই চলেছেন।

এসবের বিরুদ্ধে দেশ জুড়ে যেমন মৌখিক প্রতিবাদ হয়েছে, তেমনই কলমের মাধ্যমেও অনেকেই প্রতিবাদ জানিয়েছেন। এইসব প্রতিবাদ গুলো প্রত্যেকটিই প্রত্যেকটিকে ছাপিয়ে গেছে । সেনাদেরকে সমর্থন জানিয়ে লেখা হয়েছে একাধিক কবিতাও।

সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত সেনাবাহিনীর সমর্থনে লেখা এরকমই একটি কবিতাকে তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে।
 
 
কবিটা-টি লিখেছেন শ্রী সুকান্ত আচার্য। 

।।।পতাকা পাঁ।।।

 
বলতো দেখি পতাকায় মোদের,
কয়টি রঙ আছে?
শিক্ষক এসে শুধালেন হেসে,
দ্বিতীয় শ্রেণীর কাছে।

একসাথে মিলে সব ছেলে বলে
চিৎকার করে জোরে,
তিনটি বর্ন রয়েছে রাঙানো
জাতীয় পতাকা জুড়ে।

শ্রেনীর পিছনে বেঞ্চের কোনে
শিশু ছিল এক বসে,
'পতাকার মাঝে পাঁচ রঙ আছে'
বলল সে মৃদু ভাষে।

কথা তার শুনে বাকি শিশুগনে
হেসে খায় লুটোপুটি।
শিক্ষক রেগে বলেন হেঁকে,
বোঝাও কি করে পাঁচটি?

মাথা নিচু করে ভয়ার্ত স্বরে
সরল শিশুটি বলে,
ওপরে গেরুয়া মাঝখানে সাদা
সবুজ আছে তার তলে।

আর আছে আঁকা গোলাকার চাকা
নীল রং আছে এতে।
শিক্ষক বলে ধরলে এটিকে,
তবুও হচ্ছে চারটে।

অবোধ শিশুটি বলল তখন
রং আছে আরও এক।
লাল লাল ছোপ দাগ দেখা যায়,
ওই পতাকার মাঝে।

বাবাকে যখন আনলে ওরা,
কফিনের ঢাকা খুলে।
জড়ানো ছিল দেহখানা তাঁর,
পতাকা আর ফুলে।

রক্তের দাগে ছিল লাল ছোপ,
ওই পতাকার মাঝে।
এই নিয়ে মোট হল পাঁচটি,
এবার তো ঠিক আছে?

সরল শিশুটির জবাবখানি,
কাঁপিয়ে দিল বুক।
অশ্রু এলো নয়ন ভরে,
শুকনো হল মুখ।

আজও যারা দেশের জন্য,
করছে বলিদান।
স্বাধীনতার শহীদ সম,
তাদের অমর প্রাণ।

হয়েছি স্বাধীন পেরিয়ে গেছে,
সত্তরটি বছর।
দেশ বাঁচাতে যাচ্ছে যে প্রাণ,
রাখছি কি তাঁর খবর?

No comments:

Post a Comment

loading...
loading...