Wednesday 9 August 2017

তৃণমূলের যে পোষ্টার নিয়ে নেটিজেনরা মজা করছে


aaa

 কলকাতাঃ- ০৯.০৮.২০১৭, তৃণমূল কংগ্রেস শুরু করলো "বিজেপি ভারত ছাড়ো আন্দোলন"। আর এই দিনই সোশ্যাল মিডিয়া-তে দেখা গেল মমতা ব্যানার্জীকে ভারতমাতা বলে ছাপানো একটি ফ্লেক্সের ছবি। ছবিটি সোশ্যাল মিডিয়াতে আপাতত ভাইরাল করে দিয়েছে একদল নেটিজেন, তবে ওনারা সম্ভবত তৃণমূল সাইবার সেলের নয়ে। কারণ ছবিটির পজেটিভের থেকে নেগেটিভ প্রচারটাই বেশি চোখে পড়েছে। প্রায়ে সব ক্ষেত্রেই বিদ্রূপ করা কমেন্টও চোখে পড়েছে। অনেকেই আবার বলেছেন তৃণমূল কর্মী-সমর্থকদের আবেগ কে নিয়ন্ত্রণ করা উচিৎ। তবে প্রায়ে সকলেই একটা বিষয় একমত, আবেগের বশে এমন কিছু করা উচিৎ নয়ে যাতে দল বা দল-নেত্রীর ভাবমূর্তি নষ্ট হতে পারে। 

 এসবের মধ্যে আমরাও একটি ছবি ছাপলাম এই লেখাটির সঙ্গে, তবে কারুর কোন দাবি বা কারুর কোন ভাবাবেগ-কে আঘাত দেওয়ার জন্য একদমই নয়ে, শুধুমাত্র নিজেদের বক্তব্যকে ছবির মাধ্যমে বলার জন্য।


No comments:

Post a Comment

loading...
loading...