Saturday 12 August 2017

যে কারণে চিন-পাকিস্তানের নৌসেনা ভারতীয় নৌ-সেনাকে ভয় পায়ে


কলকাতাঃ-  ভারতীয় নৌ-সেনা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং সবথেকে শক্তিশালী নৌসেনা। এই মুহূর্তে আমেরিকা বাদের শুধু ভারতীয় নৌ-সেনার কাছেই একাধিক বিমানবাহী যুদ্ধ জাহাজ বা এয়ার-ক্র্যাফট ক্যারিয়ার রয়েছে। অত্যাধুনিক স্করপিয়ন সাবমেরিন দ্রুতই নৌসেনা কে আরও সমৃদ্ধ করেতে চলেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি নিউক্লিয়ার অ্যাটাক সাবমেরিনও ভারতের রয়েছে। পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী ক্রুস-মিসাইল ব্রহ্মসও ভারতীয় সেনারই হাতিয়ার। কার সাধ্য আছে এমন শক্তির থেকে ভয় না পেয়ে থাকার??

নিচের ভিডিও তে দেখেনিন ভারতীয় নৌ-সেনা কি ভাবে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে। 








No comments:

Post a Comment

loading...
loading...