Thursday 27 July 2017

বেহাল অবস্থায় গলসির পারাজ মোড় থেকে দামোদর নদ পর্যন্ত শিল্যাঘাট যাবার প্রধান রাস্তা

 গলসীঃ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে  গলসির পারাজ মোড় থেকে দামোদর নদ পর্যন্ত শিল্যাঘাট যাবার প্রধান রাস্তা । রাস্তার যেখানে সেখানে গর্ত । আবার গত কয়েকদিনের টানা বৃষ্টিতে গর্ত গুলিতে জল জমে বেহাল রাস্তার অবস্থা আরোও খারাপ । এই রাস্তা দিয়ে বাস , লরি , দু চাকা , চারচাকা দৈনন্দিন চলাচল করে । রাস্তার পিচ উঠে পাথর বেরিয়ে এসেছে । ভগ্নপ্রায় রাস্তা দিয়ে প্রানের ঝুঁকি নিয়ে যান চলাচল । যে কোন সময় বড়সড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা । এই রাস্তা দিয়েই বাঁকুড়ার মানুষজন বর্ধমানে আসেন । কাজেই বেহাল রাস্তাটিতে যাতায়াত যদি বন্ধ হয়ে যায় , স্বাভাবিক ভাবেই সমস্যায় পড়বেন বাঁকুড়া বাসী ।
সবথেকে বেশী সমস্যায় পড়েছে স্কুল কলেজের পড়ুয়ারা । এই রাস্তা সংলগ্ন এলাকাতেই রয়েছে পারাজ হাই মাদ্রাসা , পারাজ হিতলাল বানী মন্দির হাইস্কুল , ্রামগোপাল পুর হাইস্কুল । সাইকেল নিয়ে নিত্য যাতায়াত পড়ুয়াদের । খানা খন্দে ভর্তি জলমগ্ন রাস্তা দিয়েই সাইকেল নিয়ে যেতে হয় তাদের । সেই সময় পাশ দিয়ে কোন গাড়ি গেলেই স্কুলের পোশাকে জল ছিটকে এসে লাগছে । একে মেরামতি নেই । তার ওপর প্রাকৃতিক দুর্যোগ । ক্রমশ খারাপ হচ্ছে রাস্তা । রাস্তা মেরামতি কবে হবে সে আশায় দিন গুনছেন এলাকাবাসী । 
Source: Biswadarpan

No comments:

Post a Comment

loading...
loading...