Friday 1 September 2017

গো-হত্যা নিয়ে রাজ্যকে তুলোধনা কোর্টের




ওয়েবডেস্কঃ- গো-হত্যা নিয়ে বিতর্ক থামছেই না। গতকালই একটি কেসের শুনানিতে রাজ্য সরকারকে কাঠগড়াতে তোলা হয়েছে। চ্যানেল হিন্দুস্থানের রিপোর্ট অনুযায়ী, পশু চিকিৎসকের অনুমতি ছাড়া গো- হত্যা অপরাধমূলক ও বেআইনী। বকরি ইদের আগের দিনই রাজ্য সরকারকে সংবাদ মাধ্যমে এই মর্মে বিজ্ঞাপ্তি জারি করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ১৯৫০ সালের পশু আইন অনুযায়ী যে গরু প্রজনন ও কার্য্যক্ষমতা হারিয়েছে, সেই গরুর জবাই করা যাবে বলে জানায় আদালত। নিয়ম না মেনে যত্রতত্র গরু জবাই করা নিয়ে জনস্বার্থ মামলার শুনানিতে গো-হত্যা যে অপরাধ তা জানাতে রাজ্যকে নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীতা মাত্রে ও বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ।

কোর্টের অর্ডার
 

  এর আগে সুপ্রিমকোর্টেও এর নির্দেশ ছিল। রাজ্যের নিজস্ব আইন থাকা সত্ত্বেও তা মানা হয়না। এবিষয়ে রাজ্য জানায় কেঊ এ বিষয় অভিযোগ জানায়নি। এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ মন্তব্য করেন, কেন বিপদ কে আমন্ত্রণ করবেন? আগে থেকে সতর্ক হোন।

No comments:

Post a Comment

loading...
loading...