Wednesday 13 September 2017

উ. কোরিয়ার বোমা পরীক্ষার পর তেজস্ক্রিয় গ্যাস সনাক্ত



গত ৩ সেপ্টেম্বর শক্তিশালী হাইড্রোজেন বোমা পরীক্ষা চালানোর ঘোষণা করেছিল উত্তর কোরিয়া। যার জেরে দেশটির উপর নতুন করে আর্থিক নিষেধাজ্ঞা জারি করেছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ।

‘দ্য নিউক্লিয়ার সেফ্টি অ্যান্ড সিকিউরিটি কমিশন’ (এনএসএসসি) জানায়, তাদের ভূমি-ভিত্তিক জেনন সনাক্তকরণ যন্ত্রে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নয় বার জেনন-১৩৩ গ্যাস সনাক্ত হয়েছে। আর দেশটির পূর্ব উপকূলে চারবার জেনন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।
সিওলে এক সাংবাদিক সম্মেলনে এনএসএসসি’র কমিশনার চিওই জংবায়ে বলেন, “যে পরিমাণ জেনন সানাক্ত হয়েছে তার মাধ্যমে পরীক্ষা চালানো পরমাণু বোমাটি কতটা শক্তিশালী ছিল তা অনুমান করা কঠিন। তবে আমরা বলতে পারি, উত্তর কোরিয়া থেকে আসা জেনন গ্যাসের অস্তিত্ব পাওয়া গেছে।”
তবে উত্তর কোরিয়ার পরীক্ষা চালানো পরমাণু বোমাটি কি ধরনের ছিল সে বিষয়েও নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেও জানান তিনি।
উত্তর কোরিয়া থেকে আসা জেনন গ্যাসে দক্ষিণ কোরিয়ার পরিবেশ ও জনগণের উপর কোনও নেতিবাচক প্রভাব ফেলবে না বলে জানায় এনএসএসসি।

No comments:

Post a Comment

loading...
loading...