Sunday 24 September 2017

কাশ্মীরে আবার জিহাদি মারলো ভারতীয় সেনা


ওয়েবডেস্কঃ- ফের একবার পাকিস্তান জিহাদিদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল ভারতীয় সেনা। কাশ্মীরের উরি সেক্টরে ভারতে অনুপ্রবেশ করা এক জিহাদি-কে হত্যা করা হয়েছে। সেনার রিপোর্ট অনুযায়ী ভারতে অনুপ্রবেশের জন্য তৈরি একদল জিহাদিদের উপর নজর রেখেছিল সেনারা। তারা ভারতে ঢুকতেই উরি সেক্টরের কালগী অঞ্চলে জিহাদিদের বিরুদ্ধে অভিজান চালায়ে সেনা। সেখানেই এক জিহাদি জঙ্গির মৃত্যু হয়েছে, মনে করা হচ্ছে আরও তিন জিহাদি ওখানে আটকে রয়েছে। এখন পর্যন্ত সেনা বাহিনীর তরফ থেকে কোন ক্ষয় ক্ষতির খবর পাওয়া জায়েনি।

  রাষ্ট্রপুঞ্জ শ্রীমতী সুষমা স্বরাজ নিজের বক্তৃতায়, (মুসলিম) জঙ্গি সংগঠন গুলো পাকিস্তান থেকে অবিরাম সহায়তা পাচ্ছে বলে উল্লেখ করার মাত্র কয়েক ঘণ্টা পরের এই অভিযান যথেষ্ট তাৎপর্য-পূর্ণ বলেও মনে করা হচ্ছে।



  মাত্র দু'দিন আগে গজনফার এবং আরিফ নামের দুই জিহাদিকে তাদের হাতিয়ার সমেত গ্রেপ্তার করা হয়ে। এরা দুজনেই কাশ্মীরের "স্বসস্ত্র সীমা বল" বা SSB -র ক্যাম্পে হামলাতে অভিযুক্ত।

No comments:

Post a Comment

loading...
loading...