Friday 22 September 2017

বিক্রি হয়ে গেলো NDTV



অজয় সিং স্পাইস জেট এর ম্যানেজিং ডাইরেক্টর এর আদেশে চলবে এখন NDTV. তিনি প্রায় ৪০% শেয়ারের মালিক হয়ে গেলেন, এবং NDTV এর প্রমোটার্স প্রণয় রয় আর রাধিকা রয় এর কাছে পরে রইল মাত্র ২০% ।

প্রসঙ্গত প্রণয় রায় প্রকাশ কারাটের নিকট আত্মীয় হওয়ার জন্য সবাই NDTV কে বাম এবং কংগ্রেস ঘনিষ্ট নিউজ চ্যানেল বলেই জানে। কিন্তু এখন অজয় সিং আসার পর সেই বাম ঘনিষ্ঠতা হয়তো আর দেখাতে পারবেনা NDTV. কারণ অজয় সিং হলেন মোদী ভক্ত, আর তিনিই ২০১৪ সালের লোকসভা ভোটে " আব কি বার, মোদী সরকার " স্লোগানটি তৈরি করেছিলেন।

NDTV এর এরকম ভাবে বিক্রি হওয়ার পর, টুইটারে এনডিটিভির নিউজ এঙ্কর " রাবিশ কুমার " কে নিয়ে নানা রকম হাসি ঠাট্টা হতে শুরু করে।




No comments:

Post a Comment

loading...
loading...