Thursday 14 September 2017

পুরনো গৌরব ফিরে পেতে চলেছে এলাহাবাদ

ওয়েবডেস্কঃ- ঐতিহাসিক শহর এলাহাবাদ আবার তার ঐতিহাসিক নাম ফিরে পেতে চলেছে। জানিয়ে রাখি যে অখিল ভারতীয় আখারা পরিষদের সুপারিশ মেনে এলাহাবাদ আবার প্রয়াগ নগর হতে চলেছে। আদি কাল থেকে এর নাম প্রয়াগ ছিল, কিন্তু আজ থেকে প্রায় ৫০০ বছর আগে হিন্দুদ্রোহী মোঘলরা এর নাম বদলে আল্লাহ আবাদ করে দেয়, যা পরবর্তী কালে এলাহাবাদ হয়ে যায়।  কিন্তু যোগী সরকারের দৌলতে প্রয়াগ আবার তার হারানো গৌরব ফিরে পেতে চলেছে।

  যদিও এর আগে রাজনাথ সিং মুখ্যমন্ত্রী থাকার সময়ও এই প্রচেষ্টা হয়েছিল। সকলে সন্মতি জানালেও শেষ পর্যন্ত নাম বদল করার আগেই সরকার বদল হয়ে যায়ে। রবর্তী মায়াবতি বা যাদব পরিবারের সরকার এই নাম পরিবর্তনের জন্য আর কিছুই করেনি। ফলে শহরটিকে প্রাচীন দেশীয় নাম-কে ফিরিয়ে আনা আর হয়ে ওঠেনি। যোগী মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই এই  উদ্যোগ নিতে শুরু করে।

No comments:

Post a Comment

loading...
loading...