Friday 22 September 2017

কেন বন্ধ হতে চলেছে মহম্মদ আলি পার্কের দুর্গাপূজা ??

 ওয়েবডেস্কঃ- মাতৃপক্ষ শুরু হয়ে এক সপ্তাহ হতে চলল। আর কিছুক্ষণের মধ্যেই প্রায় সমগ্র বাঙ্গালী জাতিই মেতে উঠবে হিন্দুর দুর্গাপূজা এবং সেকুলারদের শারদোৎসবে। চলবে প্যান্ডেল হপিং। থিমের পূজা গুলোর মধ্যে চলবে সেরার লড়াই। কেউ কেউ সমাজের খারাপ দিক বা খারাপ কোন ঘটনাকে তুলে ধরবে নিজেদের থিমে। কারুর থিম হবে কোন মন্দির বা স্থাপত্য।

  আর ঠিক এইসব করতে গিয়েই বন্ধ হতে চলেছে উত্তর কলকাতার অন্যতম সেরা মহম্মদ আলি পার্কের পূজা। কারণ তারাও তাদের থিম তৈরি করেছে এক সত্য ঘটনার উপর। তাদের থিম অনুযায়ী অসুরের জায়েগাতে স্থান পেয়েছে ডাক্তার চিকিৎসকদের। সেই খবর ছড়িয়ে পড়তেই আপত্তি জানিয়েছেন চিকিৎসকেরা৷

  News 18-র প্রতিবেদন অনুযায়ী, বেঙ্গল ডক্টরস ফোরামের ভাইস প্রেসিডেন্ট ডাঃ বিনায়ক চন্দ জানান, পুজো বন্ধ করে দেওয়ার তাদের কোনও উদ্দেশ্য নেই ৷ তবে যদি শনিবারের মধ্যে মূর্তি সরিয়ে নিঃশর্ত ক্ষমা না চাওয়া হয়, তাহলে তারা আদালতের দ্বারস্থ হবে৷
  তবে পুজো কমিটির থেকে জানানো হয়েছে যে গোরখপুরের ঘটনা মাথায় রেখেই এই থিম ঠিক করা হয়েছিল৷ কাউকে আঘাত করার তাদের উদ্দেশ্য ছিল না৷ গোরখপুরের কিছু চিকিৎসকদের গাফিলতিতে যে ভাবে একের পর এক শিশুর মৃত্যু হয়েছিল, চিকিৎসা-কে ব্যবসা বানানো সেইসব চিকিৎসকদেরকেই এই পূজাতে মহিসাসুর-স্বরুপ দেখানো হয়েছে। আর এতেই একপ্রকার আঁতে ঘা লেগেছে কিছু চিকিৎসকের। জার ফলে এখন এই পুজোর ভবিষ্যৎ কী হতে চলেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েই যাচ্ছে৷

No comments:

Post a Comment

loading...
loading...