Wednesday 11 October 2017

সমীক্ষা বলছে ২৯% নয়ে এখন ৭৩% ভারতবাসী মোদীকে চায়ে

ওয়েব ডেস্কঃ সরকারের উপরে জনগণ ভরসা হারালে সেই দেশ আর এগোতে পারে না। হাতের কাছেই উদাহরণ-পাকিস্তান। সেখানে দুর্নীতিতে নওয়াজ শরিফের উপরে ভরসা হারিয়ে ফেলেছেন পাকিস্তানিরা। সে দেশে ফের গণতন্ত্র ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাক সেনা ও মোল্লাতন্ত্র চাপ বাড়াচ্ছে শরিফের উপরে। কোন দেশের মানুষ সরকারের উপরে কতটা ভরসা করেন, তা নিয়ে সমীক্ষা শুরু করেছিল বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিত। আর তাতে শীর্ষে নরেন্দ্র মোদীর ভারত।

  ফোর্বসের প্রতিবেদন বলছে, ৭৩ শতাংশ ভারতবাসী ভরসা করেন নরেন্দ্র মোদীর উপরে। তারপরেই আছে কানাডা। তবে ভারতের চেয়ে অনেকটাই কম। ৬২ শতাংশ কানাডিয়ান সে দেশের সরকারকে ভরসা করেন। কানাডার পরে রয়েছে তুরস্ক ও রাশিয়া। প্রেসিডেন্ট এরদোগান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপরে ভরসা করেন ৫৮ শতাংশ মানুষ। দেখুন ফোর্বসের তালিকা-মার্কিন ‌যুক্তরাষ্ট্রে একের পর এক দুর্নীতি, ভুয়ো খবর ও রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে। আর সেজন্য মাত্র ৩০ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের উপরে ভরসা দেখিয়েছেন।

No comments:

Post a Comment

loading...
loading...