Thursday 12 October 2017

শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যেই কমলো পেট্রোল-ডিজেলের দাম



ওয়েবডেস্কঃ- দাম কমল পেট্রোল-ডিজেলের৷লিটারে প্রায়ে ৩ টাকা মত দাম কমেছে। বিজেপি শাসিত গুজরাত সরকার জ্বালানির উপরে ৪ শতাংশ ভ্যাট কমিয়ে দিয়েছে৷ তারই ফলে পেট্রোল এবং ডিজেলের দাম কমলো৷

মঙ্গলবার গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি জ্বালানির উপর ভ্যাট কমিয়ে দেওয়ার কথাটি ঘোষণা করেন৷ যদিও এর আগে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আবেদন করেছিলেন, তেলের উপরে ভ্যাট কমিয়ে আনা উচিত৷ তাহলেই পেট্রোল ডিজেলের দাম অনেকটা কমে যাবে৷

কেন্দ্র পেট্রোলের উপর থেকে অন্ত:শুল্ক অনেকাটাই কমিয়েছে৷ প্রতি লিটারে ২১.৪৮টাকা থেকে কমে দাঁড়িয়েছে সেটি ১৯.৪৮টাকা৷ ডিজেলের উপরও কমিয়ে দেওয়া হয়েছে অন্ত:শুল্ক৷ প্রতি লিটারে ১৭.৩৩টাকা থেকে তা কমে হয়েছে ১৫.৩৩টাকা৷

শুধু গুজরাটই নয়ে যানা গেছে বিজেপি শাসিত আরও বেশ কিছু রাজ্য যেমন মহারাষ্ট্রও এই একই পথে হাঁটা শুরু করেছে। তারাও অতিরিক্ত ভ্যাট প্রত্যাহার করে নেবে সাধারন মানুষের সুবিধার্থে। বিজেপি শাসিত রাজ্য গুলো এই সদর্থক ভুমিকা নিলেও বাম শাসিত রাজ্য ত্রিপুরা কেরল বা কংগ্রেস শাসিত পাঞ্জাব কিন্তু এই ভ্যাট প্রত্যাহার করতে নারাজ। তাই আপাতত বিজেপি শাসিত রাজ্য-তেই কমতে চলেছে পেট্রোল-ডিজেলের দাম৷

No comments:

Post a Comment

loading...
loading...