Monday 30 October 2017

৪৩১ পাকিস্তানি হিন্দুকে দীর্ঘমেয়াদী ভিসা, দেওয়া হবে প্যান ও আধার কার্ড

ওয়েবডেস্কঃ- ৪৩১ পাকিস্তানি হিন্দুকে ভারতে থাকার জন্য দীর্ঘমেয়াদী ভিসা দিল কেন্দ্র। এর ফলে, ওই নাগরিকরা এদেশে প্যান ও আধার কার্ড পাওয়ার যোগ্য হলেন। একইসঙ্গে, তাঁরা এদেশে জমি-বাড়িও কিনতে পারবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, তিন প্রতিবেশী রাষ্ট্র—পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশে যে সকল সংখালঘুরা নিপীড়নের শিকার হয়ে ভারতে আসছেন, তাঁদের সহায়তা করার অঙ্গীকার নিয়েছে মোদি প্রশাসন। এই তালিকায় রয়েছে—হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন এবং খ্রিষ্ট্রান সম্প্রদায়ের মানুষ।

গতমাসে ৪৩১ জন পাক হিন্দুদের এদেশে দীর্ঘমেয়াদী ভিসা দেওয়া হয়েছে। মোদী প্রশাসনের দেওয়া এই ভিসার ফলে ধর্মীয় কারণে পালিয়ে আসা ব্যক্তিরা নিজেদের থাকার জন্য জমি বা ফ্ল্যাট কিনতে পারবেন। পাশাপাশি, এই আগতরা এদেশে প্যান, আধার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স তৈরি করাতে পারবেন। যাতে এঁদের কর্মসংস্থান হয় বা স্বরোজগার অথবা ব্যবসা করতে পারেন।

তবে, আইন অনুযায়ী, এঁরা সামরিক প্রতিষ্ঠানসহ সংরক্ষিত স্থানের নিকটে তাঁরা কোনও সম্পত্তি কিনতে পারবেন না।
-লাইভমিন্ট

No comments:

Post a Comment

loading...
loading...