Sunday 22 October 2017

Pending বিদেশি মুঘল সম্রাটদের চরিত্রহীন বলছেন RSS নয় মুসলিম ধর্মীয় নেতা

ওয়েবডেস্কঃ- তাজ মহল নিয়ে বিতর্কের মাঝে কদিন আগেই মুখ খুললেন ভারতের উত্তরপ্রদেশের শিয়া ওয়াকফ বোর্ড। ওই মুসলিম সংগঠনের চেয়ারম্যান ওয়াসিম রিজভি বলেন, 'তাজমহল ভালোবাসার প্রতীক হয়েতো হতে পারে, তবে প্রার্থনা করার জায়গা নয় একেবারেই নয়।'

  কারণ হিসেবে তিনি বলেন, মুঘলরা(যারা সবাই বিদেশ থেকে আগত) সবাই চরিত্রহীন ছিলেন। প্রত্যেকেই বিলাসবহুল জীবনযাপন করতেন বলেও উল্লেখ করেছেন তিনি। অন্যদিকে, এদিনই রাজ্যটির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, 'তাজমহল একটি দর্শনীয় স্থান। কে বানিয়েছে সেটা বড় কথা নয়।'

No comments:

Post a Comment

loading...
loading...