Monday 9 October 2017

নিজের জীবন দিয়ে সহস্র যাত্রীর জীবন রক্ষা করলো ট্রেন ড্রাইভার

পাঞ্জাব ৮ ই অক্টোবর - যখন একটি প্যাসেঞ্জার ট্রেন পাঞ্জাবের সুখরো ক্রসিংয়ে পৌঁছলো, তখনই একটি ট্রাক সোজাসুজি ট্রেনের সাথে টক্কর মেরে দেয়। আর সেই টক্করের পর দুটো গাড়িরই অবস্থা শোচনীয় হয়ে যায়। এই দেখে ট্রাক ড্রাইভার নিজের জীবন বাঁচানোর জন্য ট্রাক ছেড়ে পালায়। কিন্তু ট্রেন ড্রাইভার সেটা করেনি।

ট্রেনের ড্রাইভার বিকাশ কেপি, ওই টক্করের পর ট্রেন ছেড়ে না পালিয়ে, ট্রেনের এমার্জেন্সি ব্রেক ধরে থাকেন। আর যার ফলে ট্রেন দাঁড়িয়ে পরে। কিন্তু ট্রেন আর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফলে, ট্রেনের ইঞ্জিনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, এবং সেটি সামনে থেকে পুরোপুরি পিষে যায়। আর তাঁর ফলেই ট্রেনের ড্রাইভার বিকাশ কেপির ঘটনাস্থলেই মৃত্যু হয়।

ঘটনাস্থলে রেল আধিকারিক পৌঁছানোর পর যখন তাঁরা ট্রেনের ময়না তদন্ত করেন, এবং ট্রেনের ইঞ্জিন থেকে ড্রাইভারের মৃত দেহ বার করতে থাকেন। তখন তাঁরা ট্রেনের ড্রাইভারের কীর্তি দেখে অবাক হয়ে যান।

ওনারা ট্রেনের ড্রাইভারের মৃত দেহ বার করবার সময় দেখেন, ড্রাইভারের হাত তখনও শক্ত করে এমার্জেন্সি ব্রেকে ধরা রয়েছে। আর আর তাঁর ফলেই ট্রেন দাঁড়িয়ে যায়, এবং সহস্র মানুষের প্রাণ বেঁচে যায়।

আমরা বিকাশ কেপির এই সাহসিকতা কে স্যালুট জানাই, এবং ওনার আত্মার চির শান্তি কামনা করি।

No comments:

Post a Comment

loading...
loading...